
আকাশ বলে তো কিছু নাই। তবু আকাশের অস্তিত্ব আছে ভাবতে ভালোবাসি। বড্ড আকাশ ছুঁতে ইচ্ছে হয়। আকাশের দিকে হাত বাড়াই। অধরা আকাশ মুচকি হাসে। ভেংচি কাটে মেঘের বুড়ি । বুড়ির সঙ্গে ভাব করতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় মেঘবালিকার দিকে ছুটি। পেজাতুলোর মতো মেঘকে মেঘবালিকার কেশ মনে হয়। শুভ্রতার সঙ্গে হাতছানি দেয় প্রেম। আকাশের দিকে ছুঁড়ে দিই আলোর লেন্স। তুলে আনি ছায়াচিহ্ন। দাঁড়িয়ে থাকি আকাশে হেলান দিয়ে… আকাশে হেলান...