
প্রতি বছর ১৪ ডিসেম্বর এলে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়, জানানো হয় শ্রদ্ধা। মনের কতটা গভীর থেকে বাংলাদেশপন্থী এসব মানুষদের স্মরণ করা হয়, আদতে তাদের শ্রদ্ধা করা হয় কি না, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসকে ঘীরে নানা আনুষ্ঠানিকতা নিয়েও আমার নানা প্রশ্ন রয়েছে। এসব সন্দেহ বা প্রশ্নের সদুত্তোর কোথায় গেলে পাব তা আমার জানা নাই। কিন্তু নিজের বিবেক ও বুদ্ধিবৃত্তিক...