
বাংলা অঞ্চলে কন্যাসন্তানকে আদর করে ‘বুড়ি’ ডাকা হয়। ঢাকার কোল ঘেঁষে বয়ে যাওয়া নদীটির নাম কি কেউ আদর করে গঙ্গার ‘বুড়ি’, মানে, বুড়িগঙ্গা রেখেছিল! এই বুড়িই বড় হয়ে যেন সন্তানাদরে ধরে রেখেছে কয়েক’শ বছরের ঢাকা নগরীকে। কিন্তু গঙ্গার এই আদুরে বুড়ি ক্রমাগত কিছু মানুষের ব্যক্তিগত লাভ-লোভ আর ‘উন্নয়ন’ সন্ত্রাসের শিকার হয়েছে। সন্তানতুল্য ঢাকা-ই তাকে গ্রাস করছে। মূক আর অসহায় বনে যাওয়া এই নদীর দীর্ঘশ্বাসের...